বেশ কিছু দিন ধরেই বলিউড ইন্ডাস্ট্রিতে স্বজনপ্রীতি'র অভিযোগ করে আসছেন তারকারা।এ নিয়ে সরব হয়েছেন কঙ্গনা রানাওয়াতসহ অনেকে। এবার বলিউডে 'স্বজনপ্রীতি' নিয়ে ক্ষেপেছে অভিনেত্রী তাপসী পান্নু।
দক্ষিণী ছবির এই আলোচিত তারকাকে বলিউডে বেশ কষ্ট করেই নিজের জায়গা তৈরি করতে হয়েছে বলে জানিয়ে তাপসী বলেন, ‘আমাদের অনেক কষ্ট করে এই জায়গায় আসতে হয়েছে। কিন্তু তারপরেও অনায়াসেই আমাদের যে কোনো ছবি থেকে বাদ দিয়ে দেওয়া হয়। এটা দেখে খারাপ লাগে।’
তাপসী জানান, মুম্বাইয়ে বাড়ি ভাড়া নিতে গিয়েও বিড়ম্বনায় পড়েছেন। একা একটি মেয়েকে কেউই বাড়ি ভাড়া দিতে চাইছিল না।
‘পিঙ্ক’ ছবির মাধ্যমে আলোচিত হওয়া এই তারকা বলেন, পিঙ্ক-এর পর কেউ আর আমার অভিনয়ের দক্ষতা নিয়ে প্রশ্ন তোলে না। কিন্তু তারপরেও আমার বদলে অন্য কাউকে বেছে নেওয়া হয়।
বলিউডে স্বজনপ্রীতি হয় অভিযোগ করে তাপসী বলেন, ‘আমাকে বাদ দিয়ে অন্য কাউকে নেয়া হয়। কারণ, সে কোনো একজনের আত্মীয়। বলিউডে তারকাদের সন্তানদের বেশি গুরুত্ব দেওয়া হয়।’
বিডি-প্রতিদিন/২০ ফেব্রুয়ারি, ২০১৮/ই জাহান