বলিউড অভিনেত্রী রানি মুখার্জি 'হিচকী' ছবিটি দিয়ে দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন। ছবিটি মুক্তি পাবে আগামী ২৩ মার্চ। সম্প্রতি আনন্দবাজারকে সাক্ষাৎকার দেন বলিউডের বাঙালি এ অভিনেত্রী।
কোন সামাজিক বাধার (হিচকী) বিরুদ্ধে লড়াই করা উচিত এমন প্রশ্নে রানি বলেন, ‘হিচকী’র প্রচারে একটি বই বের করেছি। যেখানে ইংরেজি অক্ষর ‘এ’র মানে অউরত কো মর্দ সে কম সমঝনে কী হিচকী (পুরুষের চেয়ে নারীকে কম দক্ষ ভাবা)। ‘বি’ মানে বেটিও কো বেটে সে কম সমঝনে কী হিচকী (ছেলের চেয়ে মেয়েকে ছোট করে দেখা) । আর ‘সি’র মানে ক্যারেক্টার জাজমেন্ট (কার চরিত্র কেমন তা নিয়ে মাতামাতি)। যেমন বাঙালিদের মধ্যে ভীষণ ভাবেই আছে পরনিন্দা পরচর্চা... এই অভ্যেসগুলো আমাদের এ বার বদলে ফেলা উচিত।
মেয়ে আদিরাকে কী শেখাচ্ছেন জানতে চাইলে রানি বলেন, এখন ওর যা বয়স, তাতে বারবার বলছি, চকলেট বেশি খেয়ো না। আর খেলেই ব্রাশ করে নাও। ওর মিষ্টি খাওয়ার দিকে খুব ঝোঁক। পাঞ্জাবি বাবা ও বাঙালি মায়ের কম্বিনেশন! বুঝতেই পারছেন।
বিডি প্রতিদিন/১৪ মার্চ, ২০১৮/ফারজানা