শ্রীদেবী মারা গেলেও বলিউড তারকাদের মন থেকে তার নাম কি মুছবে? আপাতত যে অবস্থা তাতে সেই উপলক্ষ এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। অভিনেত্রীর মৃত্যু দুই সপ্তাহ পেরিয়ে গেলেও ভারতীয় গণমাধ্যম জুড়ে এখনও শ্রীদেবীকে নিয়ে বলিউড তারকাদের স্মৃতিচারণের খবর। এই তালিকায় নতুন নাম কারিনা কাপুর।
জি নিউজের খবর, ছোট থেকেই শ্রীদেবীর মতো হওয়ার স্বপ্ন দেখতেন কারিনা কাপুর। শ্রীদেবীই ছিল তার আইডল। 'মা' ববিতা নন, তিনি এক্কেবারেই শ্রীদেবীর মতো হতে চান। একথা সেই ছোট্ট বয়সেই স্পষ্ট করে দিয়েছিলেন কারিনা। আবার একবার তিনি অমিতাভকে 'বাবা' হিসেবে ও আর শ্রীদেবীকে তার 'মা' হিসেবে দেখতে চান বলেও মন্তব্য করেছিলেন ছোট্ট কারিনা। সম্প্রতি, এক সাক্ষাৎকারেও কারিনা এই বিষয়টি গণমাধ্যমের নজরে এনেছেন।
অনেকদিন আগের কথা, ছোট্ট কারিনা সে বয়সেই এক সাক্ষাৎকারে স্পষ্ট বলে দিয়েছিলেন, ''আমি এখন আমার বাবাকে নিয়ে কথা বলতে চাই না। আমি শুধুই মা আর লোলো (দিদি কারিশ্মা)কে নিয়ে কথা বলতে চাই। ''যখন ছোট্ট কারিনাকে তার পছন্দের অভিনেত্রীকে জানাতে চাওয়া হয়, তখন সে সোজা সাপ্টা উত্তর দেয় যে তার পছন্দের অভিনেত্রী শ্রীদেবী। ছোট্ট কারিনা সেসময় বলেছিল, ''আমি ভবিষ্যতে একজন অভিনেত্রী হতে চলেছি। এজন্য আমি খুব তাড়াতাড়ি বড় হতে চাই। আমি শ্রীদেবীকে ভীষণ পছন্দ করি, লোলোও (কারিশ্মা) পছন্দ করে। তিনি এক কথায় অসাধারণ, অসাধারণ। উনি যেমনটা নাচ করেন, গান করেন আমি তেমনটাই করি। সবাই তো বলে আমি ওনার থেকেও নাকি বেশি ভালো করি।''
এরপর কারিনাকে প্রশ্ন করা হয়, তুমি কি তোমার মায়ের সিনেমা দেখো? উত্তরে ছোট্ট কারিনা বলে, ''হ্যাঁ উনি অন্যরকম, তবে উনি যে ধরনের পোশাক পরেন, হেয়ারস্টাইল করেন তা হাস্যকর। আমি শ্রীদেবীর মতো হতে চাই। ''আর তখন ছোট্ট কারিনাকে বলা হয়, শ্রীদেবীর এখন যা বয়স, তাতে তার স্টাইল পরবর্তীকালে তুমি করলে তখন সেটা হাস্যকর লাগবে না কি? একথা শুনেই, কারিনা তখন বলেন, ''তাহলে আমি ওকে আমার 'মা' আর অমিতাভকে আমার 'বাবা' হতে বলব। ''
এছাড়াও ওই সাক্ষাৎকারে ছোট্ট কারিনা বলেছিলেন, ''লোলো (কারিশ্মা) আমায় হোমওয়ার্ক করতে সাহায্য করে। মা আমার পড়াশোনা নিয়ে ভীষণ কড়া, তবে লোলো তার থেকেও বেশি। আমি যখন বদমাসি করি তখন ও আমাকে মারেও। তবে ও আমায় ভালোবাসে বলেই এমনটা করে। ''
বিডি-প্রতিদিন/১৪ মার্চ, ২০১৮/মাহবুব