ঢাকাই চলচ্চিত্রের তরুণ অভিনেতা আনোয়ার হোসেন। ইতিমধ্যেই তিনি বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। বর্তমানে চলচ্চিত্রে অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এবার বেসরকারি টেলিভিশন এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘জানার আছে বলার আছে'র অতিথি হয়ে আসছেন তিনি। বুধবার বিকাল ৪.১৫ মিনিটে সরাসরি সম্প্রচার করা হবে এই অনুষ্ঠানটি।
তাসলিমার উপস্থাপনা, মৃনাল দত্তের প্রযোজনায় অনুষ্ঠানটির সহকারী প্রযোজনা করছেন হেলাল ওয়াদুদ। এই অনুষ্ঠানে আনোয়ার তার ক্যারিয়ার নিয়ে কথা বলবেন। এছাড়া চলচ্চিত্রের বিভিন্ন বিষয় নিয়েও তিনি কথা বলবেন।
তরুণ অভিনেতা আনোয়ার হোসেন ছোটবেলা থেকেই অভিনয়টাকে হৃদয়ে লালন করে বেড়ে উঠেছেন। কিছুদিন আগে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর নির্দেশনায় একটি বিজ্ঞাপনে কাজ করে দর্শকের প্রশংসা পেয়েছেন। এছাড়া তিনি অভিনয় করেছেন তারই আরেক ছবি ‘শনিবারের বিকেল’-এ।রায়হান রাফির ছবি ‘পোড়ামন-২’তেও দেখা যাবে তাকে। ছবিটি পহেলা বৈশাখে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এ বছর প্রকাশিত কণ্ঠশিল্পী আসিফ আকবরের গাওয়া ‘আগুন’-এ মডেল হয়ে বেশ আলোচিত হন। করেছেন ‘পলাতক বিলকিস’, ‘লোকাল বাস’সহ আরও অনেক নাটক।
বিডি প্রতিদিন/১৪ মার্চ, ২০১৮/ফারজানা