তৌকির আহমেদের ভাষা আন্দোলনের ছবি 'ফাগুন হাওয়া'র শ্যুটিং চলছে কপোতাক্ষ নদের পাড়ে। এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সিয়াম আহমেদ, নুশরাত ইমরেজ তিশা ও বলিউড অভিনেতা যশপাল শর্মা।
১০ মার্চ থেকে ছবির শ্যুটিং শুরু হয়। বর্তমানে খুলনার পাইকগাছার রাউলী আর কে মহেশ্চন্দ্র কলেজে চলছে 'ফাগুন হাওয়া'র মঞ্চ দৃশ্যের শুটিং। এই দৃশ্যে নেগেটিভ চরিত্রে দেখা যাবে রওনক হাসানকে। তিনি থিয়েটার চর্চার ঘোর বিরোধী। তিনি ছদ্মবেশে সিয়াম, তিশা ও সাজু খাদেমদের থিয়েটার চর্চাকেন্দ্রে ঢুকেন। তার সঙ্গে রয়েছে একদল লোক।
'ফাগুন হাওয়া' ছবিটিতে আরও অভিনয় করেছেন সঞ্জয়, জেরী, রানা, হাসান প্রমুখ। ছবিটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম।
বিডি প্রতিদিন/১৮ মার্চ, ২০১৮/ফারজানা