ভারতের মহারাষ্ট্র রাজ্যের মহাবালেশ্বরে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। আর সেই হেলিকপ্টারে থাকা অজয় দেবগণ নাকি মারা গেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলিউড অভিনেতার এমনই মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। তবে মহাবালেশ্বর থানা পুলিশ এটাকে গুজব বলে অভিহিত করেছে। খবর জি নিউজের
মহাবালেশ্বর থানার এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, যদি অজয় দেবগণের হেলিকপ্টার ভেঙে পড়ার মত কোনো ঘটনা ঘটতো, তাহলে তাদের কাছে সেই খবর থাকতো। কিন্তু, ওই ধরনের কিছুই ঘটেনি বলেও স্পষ্ট জানিয়েছেন তিনি।
ওই কর্মকর্তা আরও জানায়, অজয় দেবগণের হেলিকপ্টার ভেঙে পড়েছে বলে গত সপ্তাহে একটি ভুয়া খবর ছড়িয়ে পড়ে। সেই গুজব চলতি সপ্তাহেও ছড়িয়ে পড়েছে বলেও ধারণা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/১৭ মে, ২০১৮/মাহবুব