নদীর পারের মানুষদের জীবন ও জীবিকাকে ঘিরে নির্মিত হচ্ছে ‘পদ্মপুরাণ’ শিরোনামের একটি ছবি। ছবিটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা রাশিদ পলাশ। পূণ্য ফিল্মস প্রযোজিত এ সিনেমার চিত্রনাট্য করেছেন রায়হান শশী।
‘পদ্মপুরাণ’ ছবিতে একসঙ্গে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী চম্পা-শম্পা রেজাকে। ছবিটিতে একজন মাদক ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করেছেন চম্পা। আর অভিনেত্রী শম্পা রেজা এই সিনেমায় একজন তৃতীয় লিঙ্গের প্রধানের চরিত্রে অভিনয় করবেন। ইতোমধ্যেই সিনেমার প্রথম লটের শুটিং শেষ হয়েছে। সম্প্রতি রাজশাহীতে এর টানা আটদিনের শুটিং হয়।
সিনেমার গল্পে দেখা যাবে, ‘পদ্মাপুরাণ’ সিনেমার গল্প নদীর পারের মানুষদের ঘিরে। একটা সময় নদীর পানি কমে যাওয়ার সঙ্গে বদলে যেত থাকে তাদের জীবন। নদীকে নির্ভর করে যাদের জীবিকা তারা নদীর পানি কমে যাওয়ায় অভাবের মুখে পড়েন। দেখা দেয় বিভিন্ন সমস্যা। এই গল্পে তাই ফুটিয়ে তোলা হয়েছে।’
চম্পা, শম্পা রেজা ছাড়া এতে আরো অভিনয় করেছেন সাদিয়া মাহি, শিমুল খান, ডন, কায়েস চৌধুরী, ইলোরা গহর, মারিয়াসহ অনেকে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান