কণ্ঠশিল্পী এ কে চৌধুরীর প্রথম মিউজিক ভিডিও ‘জানি না’ সোমবার (১৪ মে) সন্ধ্যায় প্রকাশ হয়েছে। এইচটিএম রেকর্ডের ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় সফট মেলোডি ও রোম্যান্টিক আবহের এই গানটি। গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি মডেলও হয়েছেন এ শিল্পী।
তার সঙ্গে জুটি হয়েছেন এ প্রজন্মের মডেল মারিয়া ননী। গানটি প্রযোজনা করেছে এমকে প্রডাকশন হাউস।
এই গান প্রসঙ্গে এ কে চৌধুরী বলেন, গানের কথা ও সুরের সঙ্গে মিল রেখে ভিডিও নির্মিত হয়েছে। যেখানে বর্তমান সময়ে প্রেমিকযুগলদের একটা ছায়া দেখা হয়েছে। ধুমধারাক্কা কিছু করতে চাইনি। চেয়েছি গান এবং ভিডিওটি দর্শকদের মন ছুঁয়ে যাক।
‘জানি না’ গানটির কথা লিখেছেন এ কে চৌধুরী, সুর-সংগীত করেছেন রুম্মান চৌধুরী। ঢাকা ও তার আশাপাশের বিভিন্ন লোকেশনে গানটির চিত্রায়ন করা হয়েছে। গানটি প্রকাশের পর বেশ প্রশংসিত হয়েছে। গানটি দেখে অনেকেই ইতিবাচাক মতামত জানিয়েছেন ইউটিউবের কমেন্ট বক্সে।
এমকে প্রোডাকশন হাউজের প্রযোজনায় ‘জানি না’ হলো প্রথম মিউজিক ভিডিও।
বিডি প্রতিদিন/১৮ মে ২০১৮/এনায়েত করিম