বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ৪০ বছর পূর্তি উপলক্ষে আগারগাঁও নিজ ভবন ও প্রাঙ্গণে দিনব্যাপী ছিল নানা অনুষ্ঠান মালা।
উৎসব মুখর আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি এবং উৎসব উদ্বোধক হিসেবে ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
তিনি বলেন, ‘যাদের ইতিহাস নেই, তারা ইতিহাস ধ্বংস করে’। শেখ হাসিনা ইতিহাসের পক্ষে তাই আর্কাইভ গড়েছেন। কারণ আর্কাইভ সঠিক ইতিহাস রক্ষা করে। ‘সংস্কৃতিচর্চায় জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও পরম যত্নবান’
রাজধানীর আগারগাঁওয়ে প্রতিষ্ঠানটির নবনির্মিত ভবনের অডিটরিয়ামে এ উপলক্ষে গতকাল বিকেলে অনুষ্ঠিত হয় উদ্বোধনী আয়োজন। আয়োজনে ভবন চত্বরে পায়রা ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠানটির এ ৪০ বছরপূর্তি আয়োজন উদ্বোধন করেন অনুষ্ঠানমালার প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এসময় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্যসচিব আবদুল মালেক এবং চলচ্চিত্রকার আমজাদ হোসেন। সভাপতিত্ব করেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক শচীন্দ্র নাথ হালদার। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন অভিনেত্রী রোজিনা, চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম, গবেষক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, চিত্রনায়িকা অঞ্জনা, দিলারা প্রমূখ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন