ঈদ উপলক্ষ্যে হুমায়ূন আহমেদের বিখ্যাত গল্প ‘বোতলভূত’ নিয়ে পাঁচ পর্বের ধারাবাহিক নাটক নির্মাণ করলেন শাওন। এই শিশুতোষ নাটকটির চিত্রনাট্য তৈরি করেছেন লুৎফর রহমান নির্ঝর।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশিদ, আজাদ আবুল কালাম, ঝুনা চৌধুরী, আব্দুল্লাহ রানা, ওয়াসেক, শাহনাজ সুমি, প্রীনন, জয়াত, ঋতুসহ আরো অনেকে।
ঈদের দিন থেকে ঈদের পঞ্চম দিন পর্যন্ত দূরন্ত টিভিতে প্রতিদিন দুপুর ১:৩০ ও রাত ৮ টায় সম্প্রচারিত হবে নাটকটি।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর