‘মনটা চিন চিন’ শিরোনামে একটি গানে কণ্ঠ দিয়েছিলেন নতুন প্রজন্মের কণ্ঠশিল্পী সাবরিনা বশির। সেই গানে তার সঙ্গে ছিলেন কণ্ঠশিল্পী কাজী শুভ। এবার আর ডুয়েট নয়, তিনি একাই গাইলেন গান। গানটির শিরোনাম 'হৃৎপিণ্ড'। ঈদ উপলক্ষে দর্শক শ্রোতাদের জন্য উপহার হিসেবে গানটি প্রকাশ করলেন। সম্প্রতি সাবরিনা বশিরের নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটি।
গানটির গীতিকার দেলোয়ার আরজুদা শরফ। আর সুর দিয়েছেন মুশফিক লিটু। গানটির ভিডিও নির্মাণ করেছেন জনপ্রিয় মিউজিক ভিডিও নির্মাতা সৌমিত্র ঘোষ ইমন। কিছুদিন আগে ঢাকার অদূরে অভিনেতা ডিপজলের বাড়িতে গানটির মিউজিক ভিডিওর শুটিং করা হয়।
গানটি প্রসঙ্গে কণ্ঠশিল্পী সাবরিনা বশির বলেন, "গানটির কথাগুলো চমৎকার। কথার সঙ্গে মিল রেখে লিটু ভাই দারুন মিউজিক করেছেন। ভিডিওটিও সুন্দর নির্মাণ হয়েছে। প্রেম ভালোবাসা আর প্রিয়জনকে পাওয়ার সুন্দর হাহাকার গানটিতে ফুটে উঠেছে। গানটি মূলত কথা নির্ভর। সময়ের চাহিদার কারনে ভিডিও নির্মাণ করা হয়েছে। ভিডিওটিতে গানটির চমৎকার উপস্থাপনা পাবেন শ্রোতারা। আশা করি গানটি তাদের ভালো লাগবে।"
মিউজিক ভিডিওটির নির্মাতা সৌমিত্র ঘোষ ইমন বলেন, "সুন্দর একটি গান এটি। আমি চেষ্টা করেছি ভিন্ন রকম কিছু করার। এটি দর্শকদের ভালো লাগবে। আমি অনেক হ্যাপি এই রকম একটা কাজ করতে পেরে। সবাই অনেক যত্ন করে কাজটি করেছেন। আমার বিশ্বাস মিউজিক ভিডিওটি দর্শকদের মন জয় করবে।"
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর