মডেলিং দিয়ে ইতিমধ্যে যারা নিজেদের একটি ব্র্যান্ডে পরিচিত করেছেন তাদের মধ্যে জান্নাতুল ফেরদৌস পিয়া। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও সমান তালে র্যাম্পে হাঁটছেন তিনি। ঢাকা থেকে দিল্লি-মুম্বাই, ব্যাঙ্কক থেকে মিশর, প্যারিস থেকে হ্যাঙ্গেরি এমনকি নিউ ইর্য়কের মঞ্চেও ফ্যাশনের উঞ্চতা ছড়াচ্ছেন এই লস্যময়ী।
এবার সেই ধারাবাহিকতায় ভারতের নাসিকের 'ন্যাম অরা-২০১৮' ফ্যাশন-শোতে অংশ নিলেন পিয়া। মূলত সেই দেশের পোশাক শিল্প সংগঠনের তত্ত্বাবধায়নে অনুষ্ঠিত হয় এই আয়োজনটি। মুঠোফোনে বাংলাদেশ প্রতিদিনকে পিয়া বলেন, বেশ কয়েকটি পর্বে আজ অনুষ্ঠিত হচ্ছে এই আয়োজনটি। সর্বমোট ২৭ জন অংশ নিচ্ছে এতে। আর আমি নিজে র্যাম্পে হাঁটবো ৯ জন ডিজাইনারের জন্য। অথ্যৎ ৯ রূপে দেখা যাবে আমাকে।
বিডি প্রতিদিন/০৯ জুন ২০১৮/আরাফাত