সময়ের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। ঈদে বড় পর্দায় আসছে তার অভিনীত প্রথম চলচ্চিত্র 'পোড়ামন ২'। শেষ সময়ে তিনি ব্যস্ত আছেন ছবির প্রচারণা নিয়ে। এরই মধ্যে এনটিভির জনপ্রিয় বিনোদনমূলক ধারাবাহিক অনুষ্ঠান 'রঙিন পাতা'য় অংশ নিলেন তিনি।
অনুষ্ঠানে তার সঙ্গে অতিথি হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের বিনোদন সাংবাদিক পান্থ আফজাল।
সিয়ামকে নিয়ে রঙিন পাতার ৪৪তম পর্বটি দেখা যাবে রবিবার রাত ৯টায়। অনুষ্ঠানটি নিয়ে সিয়াম আহমেদ বলেন, খুব ব্যতিক্রমী আয়োজন ছিল এবারের রঙিন পাতা অনুষ্ঠানটি। পান্থ ভাইয়ের সঙ্গে আলাপ করে ভিন্নরকম অভিজ্ঞতা হয়েছে।
পান্থ আফজাল বলেন, এ সময়ের জনপ্রিয় অভিনেতা সিয়াম। অনুষ্ঠানে তার নতুন সিনেমা 'পোড়ামন ২' এবং অন্যান্য অনেক বিষয় নিয়ে আড্ডা দিয়েছি। আশা করছি, দর্শক আমাদের প্রাণবন্ত এই আড্ডাটি পছন্দ করবেন।
কাজী মোহাম্মদ মোস্তফার পরিকল্পনা ও প্রযোজনায় 'রঙিন পাতা' অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন তৌহিদা শ্রাবণ্য। অনুষ্ঠানটির গ্রন্থনা ও গবেষণা করেছেন নাইস নূর।
বিডি প্রতিদিন/০৯ জুন ২০১৮/আরাফাত