সোনম কাপুর নিজেকে ‘নারীবাদী’ হিসেবেই বেশি পরিচিতি ছিল বলিউডে। কিন্তু বিয়ের পর নিজের নাম পাল্টে স্বামী নামের পদবী নেওয়ায় অনেকে বিস্মিত হয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের তোপের মুখেও পড়েন তিনি। এবার বিয়ের প্রায় ২ বছর পর একই পথে হাঁটলেন প্রীতি জিনতা।
দ্য টাইমস অব ইন্ডিয়ার খবর, প্রীতি জিনতা নাম বদলে রেখেছেন প্রীতি জি জিনতা। মাঝের জি শব্দটি তিনি নিয়েছেন স্বামী মার্কিন নাগরিক জেনে গুডএনাফ-এর কাছ থেকে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তিনি লিখেছেন, ‘বিয়ের পর আমি স্থির করেছি “জি” শব্দটা আমার স্বামীর নামের থেকে নেব। একটা “জি” আমার ভালোর জন্য যথেষ্ট।’
খবরে বলা হয়, আমেরিকায় ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে জেনে গুডএনাফের সঙ্গে বিয়ে হয় প্রীতি জিনতার। সে সময় একটি পত্রিকায় বরেণ্য নিউমারোলজিস্ট সঞ্জয় জুমানির উদ্ধৃতি দিয়ে বলা হয়, নাম পরিবর্তন করে 'জি' শব্দটির ব্যবাহার প্রীতির উন্নতির জন্য ভালো হবে। জি এমনকি তাঁর ভাগ্যও বদলে যাবে।
বিডি-প্রতিদিন/১০ জুন, ২০১৮/মাহবুব