মাহমুদ দিদারের গল্প এবং নির্মাণে সম্প্রতি তৈরি হলো ঈদের নাটক 'ডালিমকুমার'। অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম,আফরান নিশো, কুহু নুশরাত প্রমুখ।
নাটকে গল্পে দেখা যাবে, মিস্টার মজনু দক্ষিন জাদুকাটা মহল্লার বাসিন্দা। একটা তরুণবলয় তাঁকে ঘিরে রাখে সবসময়! বলা হয়ে থাকে এইসব তরুণদের সে বিপথগামী করছে। কিন্তু যার প্রকাশ্য নাম “সিন্ডিকেট মজনু” সে আসলে সবাইকে আগলে রাখে একটা অদৃশ্য ক্ষমতাবলে! একটা প্রেমহীন,বেদনাহীন সমাজ সে প্রতিষ্টা করতে চায়!পূর্বাপর জীবনে প্রেম প্রত্যাখ্যানের বিমর্ষতা তাঁকে ঘায়েল করে।তাই নো ওমেন নো ক্রাই দর্শনের ভিতর দিয়ে সে একটা জীবন পার করে দিতে চায়!তার এলাকা থাকে প্রেম,অপরাধ নারীমুক্ত! কিন্তু রবার্ট ক্লাইভ নামের এক জাঁদরেল বাণিজ্যখোর একটা কান্ড করে বসে উত্তর জাদুকাটা মহল্লায়! সে কঙ্গকাবতী নামে এক অপূর্ব রূপবতীকে মহল্লায় নিয়ে আসে। জৌলুসে ভরা নারীকে ঘিরে সে বাণিজ্যবিস্তার করে। নারীর হাত ধরা,চোখ মারা, ঘাম মুছে দেয়া,একি কাঁপে কফি খাওয়া,বলিউড ডাআন্স করা, সর্বোপরী চুমু খাওয়াকে সে তার পণ্য আকারে বিক্রি করে। প্রেমহীন মানুশশজন হুমড়ী খেয়ে পড়ে নারীর সঙ্গ লাভে! তারা টাকা দিয়ে টিকিট কেটে নারীর মুখোমুখী হওয়ার পতিযোগীতায় নামে! এদিকে প্রেমহীন মজনু ঘটনা কি পরখ করতে গিয়ে দেখে এলাহী কান্ড! তার লোকজন যারা তাঁকে কথা দিয়েছিলো প্রেম করবেনা কখোনো তারাই লুকিয়ে প্রেম করা আরম্ভ করে দেয়! সিন্ডিকেট মজনু পরম শ্রদ্ধার আধার নারীকে ঘিরে চলে এই বাণিজ্য বন্ধ করে দিতে চায়! সে কংকাবতীর মুখোমুখি হয়! কিন্তু এই রূপবতী তার পৃথিবী টলিয়ে দেয়! মজনু সম্পর্কে সব কথা বলে দেয়! ‘তুমি আসলে মজনু নও, তুমি ডালিমকুমার’। হ্যাঁ, মজনু আসলেই ডালিমকুমার, নাম কেউ জানেনা! কেবল কঙ্গকাবতী জানে। ডালিমকুমার ওরফে মজনু এখন কংকাবতীর কাছে নানান বাহানায় যায়, লুকিয়ে বেশ ধরে…! সে ধরা খেয়ে যায়,প্রেমে পড়ে যায়! প্রেমহীনতা তাঁকে আরো বেশী পেমিক করে, সে কংকাবতীকে বাণিজ্য-মুক্তির স্বাদ এনে দেয়!
নির্মাতা জানান, নাটকটি ঈদ এর তৃতীয় দিন রাত ০৯ টায় চ্যানেল আই এ প্রচার হবে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান