পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হস্তক্ষেপেই গত কয়েকদিন ধরে টালিগঞ্জ স্টুডিও পাড়ায় সিরিয়াল শুটিং নিয়ে যে জটিলতা দেখা দিয়েছিল-তা মিটল। সমস্যা মেটাতে বৃহস্পতিবার বিকালেই রাজ্য সরকারের সচিবালয় ‘নবান্ন’-এ মেগা সিরিয়ালের প্রয়োজক ও কলাকুশীলবদের সাথে বৈঠকে বসেন মমতা।
বৈঠকে উপস্থিত ছিলেন অভিনেতা সৌমিত্র চ্যাটার্জি, প্রসেনজিৎ চ্যাটার্জি, অরিন্দম গাঙ্গুলী, অরন্দিম শীল, প্রযোজক নিসপাল সিং, শ্রীকান্ত মেহতা, স্নেহাশিস চক্রবর্তী প্রমুখ।
অভিনেতা সৌমিত্র চ্যাটার্জি, প্রসেনজিৎ চ্যাটার্জি, রাজ্যের মন্ত্রী ও টেলি অ্যাকাডেমির সভাপতি অরূপ বিশ্বাস, কর্মী সংগঠন ফেডারেশনের সম্পাদক স্বরূপ বিশ্বাসসহ অভিনেতা, প্রযোজক, পরিচালকদের নিয়ে একটি কমিটিও গঠন করা হয়েছে। বৈঠকে ঠিক হয় প্রতি মাসের ১৫ তারিখের মধ্যেই পারিশ্রমিক মিটিয়ে দিতে হবে।
বৈঠকের পর সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে মমতা জানান, আমরা খুব খুশি যে আগামীকাল সকাল থেকে টলিউডে (টালিগঞ্জ ফিল্ম ইন্ড্রাস্ট্রিজ-কে এই নামেই ডাকা হয়) আবার পুরোদমে কাজ শুরু হচ্ছে। তাদের যাতে নতুন করে সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রেখে একটি জয়েন্ট কনসিলিয়েশন কমিটি গঠন করে দেওয়া হয়েছে। এই ইন্ডাস্ট্রি যাতে কোনভাবে আর বন্ধ না হয় কিংবা শিল্পী-প্রযোজক-টেকনিশিয়ানরাও যাতে বঞ্চিত না হয় পাশাপাশি ধারাবাহিকগুলি যাতে টেলিভিশনে চলে সেটা দেখার জন্য এই কমিটি গঠন করা হয়েছে।
এদিকে দ্রুত এই সমস্যা মিটে যাওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চ্যাটার্জি।
উল্লেখ্য, শিল্পীদের প্রাপ্য পারিশ্রমিক মিটিয়ে দেওয়া, কাজের সময় ১০ ঘন্টা বেঁধে দেওয়াসহ পাঁচ দফা দাবিতে গত শনিবার থেকে শুটিং বন্ধ রাখা হয় টালিগঞ্জ স্টুডিও পাড়ায়। মূলত প্রযোজক ও শিল্পীদের মধ্যকার এই বিবাদেই এ সঙ্কট দেখা দেয়। শুটিং বন্ধ থাকায় টেলিভিশনগুলোতেও ধারাবাহিকের পুরনো পর্ব দেখানো হচ্ছিল। তাতে একদিকে দর্শকদের মধ্যে ধৈর্য বিচ্যুতি ঘটছিল, ক্ষোভ-অনুযোগ বাড়ছিল অন্যদিকে এই শিল্পের সাথে যুক্ত থাকা প্রত্যেকেই রুটি-রুজির সমস্যায় পড়েন।
বিডি প্রতিদিন/ফারজানা