দেশের জনপ্রিয় ব্যান্ড সোলস পারফর্ম করবে দেশ টিভিতে। আজ শুক্রবার রাত ৮টা ৪৫ মিনিটে অনুষ্ঠানটি প্রচার হবে। অনুষ্ঠানে সোলস জনপ্রিয় সাতটি গান পরিবেশনা করবে। সোলস ব্যান্ডের কাণ্ডারি পার্থ বড়ুয়া বলেন, আমরা সাধারণত ঈদে একটি শো করি। সোলস ভক্তদের জন্যই আমাদের এই আয়োজন।
তিনি আরও বলেন, এবারের অনুষ্ঠানে রেনেসাঁ ব্যান্ডের গাওয়া চট্টগ্রামের জনপ্রিয় আঞ্চলিক 'ননাইয়া ননাইয়া' গানটি কাভার করবো। এটি ঈদে সোলস ভক্তদের জন্য স্পেশাল উপহার।
‘লিজেন্ডস অব রক’ শিরোনামের এ ধারাবাহিক আয়োজনে বামবা’র সেরা ২৩টি ব্যান্ড একই মঞ্চে সঙ্গীত পরিবেশন করছে।
বিডি প্রতিদিন/ফারজানা