ভারতের কেরলায় বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন বলিউড অভিনেত্রী সানি লিওন। এরই অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ১২০০ কেজি খাদ্য পাঠালেন সাবেক এই পর্নস্টার।
পরে ইনস্টাগ্রামে সানি লিখেছেন, "আজ ড্যানিয়েল (সানির স্বামী) এবং আমি আশা করছি কেরলার অনেক মানুষের কাছেই খাদ্য পৌঁছে যাবে। ১২০০ কেজি (১.৩ টন) চাল ও ডাল পাঠাতে পেরেছি, আমি জানি এটা একেবারেই পর্যাপ্ত নয়। তবে আমি আরও চেষ্টা চালিয়ে যাচ্ছি।"
কেরলায় বানভাসি মানুষকে সাহায্য করার জন্য আরও অনেক সেলিব্রিটিই এগিয়ে এসেছেন। অমিতাভ বচ্চন দিয়েছেন ৫১ লাখ টাকা। অভিনেতা রণদীপ হুদাকে কেরালায় খালসা এইড টিমকে সহায়তা করতেও দেখা গেছে। সুশান্ত সিং রাজপুত একজন ফ্যানের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি টাকা দান করেছেন।
বিডি-প্রতিদিন/২৪ আগস্ট, ২০১৮/মাহবুব