ঈদে মুক্তি পেয়েছে শাকিব খান ও বুবলী অভিনীত ছবি 'ক্যাপ্টেন খান'। ছবিটি নিয়ে ঈদের দিন একটি বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেলে মুখোমুখি হয়েছিলেন ছবির দুই তারকা। সেখানে ক্যাপ্টেন খানের পাশাপাশি ইন্ডাস্ট্রির বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন শাকিব-বুবলী। কথা প্রসঙ্গে এক পর্যায়ে শাকিবকে অভিভাবক হিসেবে অকপটে স্বীকার করে নেন বুবলী।
অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে শাকিব খান বলেন, অন স্ক্রিনে বুবলীর সঙ্গে আমার একটা ভালো ক্যামিস্ট্রি তৈরি হয়েছে। মুখের কথা শেষ হতে না হতেই উপস্থাপকের প্রশ্ন- অফ স্ক্রিন? জবাবে শাকিব খান বলেন, খুব ভালো বন্ধু। এরপর আরও কিছু একটা বলতে চাচ্ছিলেন শাকিব। এমন সময় বুবলী বলেন, অফ স্ক্রিনে তিনি তো আমার অভিভাবক-পরামর্শদাতা। তাকে আমি অভিনয়ের গুরু বলি।
এরপর কিছুটা অপ্রস্তুত শাকিব খান বলেন, এক সাথে কাজ করেছি, এক সাথে কাজ করছি...আজকে তো তাকে ঈদ মোবারকও জানানো হয়নি...। সুতরাং সমস্ত রসায়নের সবকিছু কিন্তু ক্যামেরার সামনে বলতে হয় না। এটা হচ্ছে আমাদের দর্শকদের আগ্রহের একটা কারণ থাকে। তাই অফ স্ক্রিনে গল্প অফ স্ক্রিনে থাক। আপাতত অন স্ক্রিন নিয়ে কথা বলি।
বিডি-প্রতিদিন/২৫ আগস্ট, ২০১৮/মাহবুব