প্রযোজনা প্রতিষ্ঠান লায়নিক মাল্টিমিডিয়ার ব্যানারে ঈদ উপলক্ষ্যে মুক্তি পেয়েছে কন্যারেখ্যাত শানের নতুন গান ভাবিনি কখনো।
অভি হাসানের কথা, সুর ও সঙ্গীতে গানটির ভিডিওতে হাজির হয়েছেন ছোটোপর্দার জনপ্রিয় দুই মুখ নিশো এবং মেহজাবিন।
মোহন আহমেদের পরিচালনায় মূলত নাটকে ব্যবহৃত গানটির গল্প এরই মধ্যে দর্শকদের ছুঁয়ে গেছে।
ইউটিউবে এই কনটেন্টটির স্পন্সর করেছে দেশের অন্যতম সেরা ট্যুর অপারেটর কোম্পানি আকাশবাড়ি হলিডেজ।
নতুন গান প্রসঙ্গে শান বলেন, 'এই ঈদে আমার সুর ও সঙ্গীতে বেশ কিছু গান বেরিয়েছে। তবে আমার নিজের গাওয়া এক্সক্লুসিভ সলো ট্র্যাক এটিই। গানটির ভিডিওটি দুর্দান্ত হয়েছে। আশা রাখছি শ্রোতারা নিরাশ হবেন না।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন