ঢালিউডের আলোচিত ছবি 'দেবী'র প্রথম গান প্রকাশ করা হয়েছে। 'দোয়েল পাখি কন্যারে' শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন মমতাজ। গানের সুর ও কম্পোজ করেছেন প্রীতম হাসান। গানের কথা লিখেছেন রাকিব হাসান রাহুল।
'দোয়েল পাখি কন্যারে' গানের কথাগুলো এমন, 'মায়াবতী কন্যা রে শালুক ফোটা ফুল রে/রসগোল্লার মত মিষ্টি কন্যার হাসি রে/আয় দেইখ্যা যা! আয় দেইখ্যা যা!/দোয়েল পাখি কন্যা রে/লাউয়ের ডগা হাত রে/আতা গাছে তোতা গান গায়/তারে দেইখ্যা রে/আয় শুইনা যা!/আয় দেইখ্যা যা!
হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে 'দেবী' ছবিটি নির্মাণ করেছেন অনম বিশ্বাস। সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র ‘দেবী’ প্রযোজনা করেছে জয়া আহসানের প্রতিষ্ঠান সি তে সিনেমা।
ছবিতে মিসির আলী চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, রানু চরিত্রে জয়া আহসান, নিলু চরিত্রে শবনম ফারিয়া, আনিস চরিত্রে অনিমেষ আইচ এবং আহমেদ সাবেত চরিত্রে ইরেশ যাকের।
বিডি প্রতিদিন/ফারজানা