সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত 'ভারত' ছবির প্রথম ঝলক প্রকাশ করা হয়েছে। স্থিরচিত্রে সালমান-ক্যাটের রসায়ন এরইমধ্যে বেশ সাড়া জাগিয়েছে। শুধু সালমানের ইনস্টাগ্রামেই ছবিটিতে মাত্র ১৬ ঘণ্টায় লাইক পড়েছে ১২ লাখ ৬৯ হাজারেরও বেশি।
'ভারত' ছবিটি মুক্তি পাচ্ছে আগামী বছরের ঈদে। ছবিতে স্টান্টম্যান চরিত্রে দেখা যাবে সালমানকে। ১৯৬০ থেকে বর্তমান প্রেক্ষাপটে চরিত্রটি ফুটিয়ে তুলবেন সালমান। ছবিতে আরও অভিনয় করছেন সুনীল গ্রোভার, দিশা পাটানি এবং নোরা ফাতেহি।
দক্ষিণ কোরিয়ার ছবি 'ওড টু মাই ফাদার' অবলম্বনে 'ভারত' ছবিটি নির্মাণ করছেন আলী আব্বাস জাফর।
বিডি প্রতিদিন/ফারজানা