সালমান খান। বলিউডের সুলতান খ্যাত এ অভিনেতা বর্তমানে 'ভারত' ছবির শুটিং নিয়ে ব্যস্ত। ছবিতে তার বিপরীতে রয়েছেন ক্যাটরিনা কাইফ। ইউরোপের দেশ মালটায় ছবির শুটিং চলছে। আলী আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’ ছবির শুটিংয়ে সালমানের সঙ্গে গেছেন তার মা সালমা খানও। সুযোগ পেলেই মাকে নিয়ে ঘুরছেন তিনি। সালমান বলেছেন, মায়ের দোয়া রয়েছে তাঁর সঙ্গে।
সালমান খান ব্যস্ততম সুপারস্টারদের একজন। কিন্তু তাতে কী, সালমানের কাছে মা সবার আগে। তিনিও ছেলের সঙ্গে মালটায়। সালমান তাঁর চোখের মণি। যত বড় তারকাই হোন না কেন, মায়ের কাছে সালমান সেই ছোট্ট ছেলেটি। সালমান খান এখন প্রায়ই মায়ের সঙ্গে তাঁর ছবি ও ভিডিও শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়।
সালমান খান ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন, সেখানে দেখা যাচ্ছে, মা চেয়ারে হাস্যোজ্জ্বল মুখে বসে আছেন। চোখে রোদচশমা। মায়ের পেছনে খালি গায়ে চেয়ার ধরে দাঁড়িয়ে আছেন সালমান খান। তাঁর চোখে কালো চশমা।
সালমান খান ক্যাপশনে লিখেছেন : মায়ের সঙ্গে থেকে অনেক অনেক দোয়া পাচ্ছি। ছবিটিতে সাত লাখের বেশি লাইক দিয়েছেন ভক্তরা।
গত শুক্রবার সালমানের বোনজামাই ও ‘ভারত’ ছবির প্রযোজক অতুল অগ্নিহোত্রি একটি ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। ছবিতে দেখা যায়, সালমান খান মায়ের সঙ্গে কথা বলছেন। মায়ের হাস্যোজ্জ্বল মুখ। চশমা পরা। ক্যাপশন : মা, মায়ের চোখের মণি। এই চোখের মণি কে ছিল? সালমান খান।
এর আগে বলিউডের ‘ভাইজান’ একটি ভিডিও শেয়ার দিয়েছিলেন। যেখানে দেখা যায়, মালটার একটি দর্শনীয় ভবনে সালমান তাঁর মাকে সিঁড়ি বেয়ে ওপরে ওঠাচ্ছেন। ক্যাপশন দেন : ‘এ বন্ধন, ভালোবাসার বন্ধন।’
‘ভারত’-এ সালমান-ক্যাটরিনা ছাড়াও রয়েছেন দিশা পাটানি, টাবু ও নোরা ফাতেহি। ‘সুলতান’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’-এর পর আলী আব্বাস জাফরের সঙ্গে এটি তৃতীয় কাজ সালমানের। আগামী বছরের ঈদে ছবিটি মুক্তি পাবে। ভারতের ৭২তম স্বাধীনতা দিবসে এ ছবির সংক্ষিপ্ত টিজারও শেয়ার করেছিলেন সালমান খান। ভারত ছবিটি দক্ষিণ কোরিয়ার ‘ওড টু মাই ফাদার’ (২০১৪) ছবির রিমেক।
বিডি-প্রতিদিন/ ই-জাহান