বনি সেনগুপ্ত এবং কৌশানী মুখোপাধ্যায়। কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রির নতুন যুগের তারকা তারা। দু'জনেই খুব সাড়া ফেলেছেন। একসঙ্গে বেশ কিছু ছবিতে কাজও করেছেন। বড়পর্দার এই রোম্যান্টিক জুটির বাস্তবেও যে সম্পর্ক রয়েছে তা টলি পাড়ার অনেকেই জানেন। ফের এই জুটিকে দেখা যাবে রাজা চন্দের আসন্ন ছবি ‘গার্লফ্রেন্ড’-এ। সদ্য মুক্তি পেয়েছে এই ছবির টাইটেল সং।
জিৎ গাঙ্গুলির সুরে গানটি গেয়েছেন রূপম ইসলাম। সেখানেই বনি অনস্ক্রিন কৌশানীকে বলে ওঠেন, ‘ঝুপ করে হাত ধরে ফার্স্ট কিস, ভাগ্যিস...।’ ভারতীয় গণমাধ্যম বলছে, ইতিমধ্যেই গানটি সোশ্যাল অডিয়েন্সের পছন্দের তালিকায় চলে এসেছে।
বিডি-প্রতিদিন/২৭ আগস্ট, ২০১৮/মাহবুব