রণবীর সিং অভিনীত 'সিম্বা' রোহিত শেট্টির ছবি। সম্প্রতি একটি মোশন পিকচার শেয়ার করেছেন অভিনেতা, যা দেখে মনে হচ্ছে ছবির টাইটেল ট্র্যাক থেকে নেওয়া হয়েছে এই স্টিল। ছবিতে দেখা যাচ্ছে নারী বেষ্টিত হয়ে রয়েছেন রণবীর আর পরনে ভারতের ট্র্যাডিশনাল পোশাক। ছবিটা শুধুমাত্র নারী-পুরুষ সমান এটাও যেমন প্রমাণ করে তেমনি আন্দাজ করা গেছে 'সিম্বা'র চিত্রনাট্যও। নিজের টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবিটা শেয়ার করেছেন রণবীর সিং।
গুল্লি বয়ের জন্য ওজন কমিয়েছিলেন অভিনেতা, এরপর প্রচুর পরিশ্রমের পর তৈরি হয়েছেন রোহিত শেট্টির ছবির জন্য। এর আগে রণবীর বলেছিলেন রোহিত তাকে মাসেল বাড়াতে বলেছিলেন সংগ্রাম ভালেরাওয়ের চরিত্রের জন্য।
প্রজেক্টটি নিয়ে রণবীর বলেন, চরিত্র হিসেবে এটা আমার প্রথম বোনা ফায়েড চরিত্র। পুরোটাই পরিচালকের জন্য যার এরকম একটা বিরাট সমানুপাতিক দৃষ্টিভঙ্গি রয়েছে। আসলে তিনি পিছনের সময়টা ধরে নেই, ছবিটা করার জন্য সমস্ত রকম ওঠা-নামার মধ্যে দিয়ে গেছে। এটা সবচেয়ে বড় ছবি যেখানে আমি পুরোটা দিয়ে পারর্ফম করার চেষ্টা করেছি। ভীষণ উত্তেজিত ছবিটার জন্য এবং আশা করব দর্শক ছবিটা দেখতে পছন্দ করবেন।
২০১৫ সালের তেলুগু ছবি টেম্পার থেকে অনুপ্রানিত সিম্বা। টেম্পার ছবিতে অভিনয় করেছিলেন জুনিয়র এনটিআর, কাজল আগরওয়াল ও প্রকাশ রাজ। এই ছবিতে শুধু রণবীর-রোহিতের যুগলবন্দিই প্রধান আকর্ষণ নয়। ছবিতে ডেবিউ করছেন সাইফ আলি খানের কন্যা সারা আলি খান। ধর্মা প্রোডাকশনস ও রিলায়েন্স এন্টারটেইনমেন্টের এই ছবি মুক্তি পেতে চলেছে আগামী ২৮ ডিসেম্বর।
বিডি প্রতিদিন/২৭ আগস্ট ২০১৮/আরাফাত