সুমন আর মোহনা একে অপরকে ভালোবাসে। সুমন ব্যবসার কাজে নেপালে আসে। নেপালে গিয়ে তারা একটা হোটেলে দুটি কক্ষ নিয়ে ওঠে। এতে সুমন কিছুটা মনক্ষুণ্ণ হলেও মোহনাকে সে কিছু বলেনা। কারণ মোহনার জন্যই সুমন আজ প্রতিষ্ঠিত ব্যবসায়ী।
নেপালে আসার পর বিভিন্ন ঘটনা ঘটে যা সুমনকে বিস্মিত করে। এমনই নানা ঘটনার পরিক্রমায় এগিয়ে যায় ‘যে গল্পের শেষ নেই’ নাটকের কাহিনী। নাটকটি রচনা করেছেন পারভেজ ইমাম ও পরিচালনা করেছেন দীপু হাজরা।
এটিএন বাংলার আগামীকাল বুধবার রাত ৮টা ৩০ মিনিটে ঈদের এই বিশেষ নাটকটি প্রচারিত হবে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, নাবিলা ইসলাম, মনোজ কুমার প্রামাণিক, আজমেরী আশা, আসিফ নজরুল প্রমুখ। বাঁধন ড্রিম ভিশনের ব্যানারে নাটকটি প্রযোজনা করেছেন মোহাম্মদ বোরহান খান।
বিডি প্রতিদিন/ফারজানা