সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্য। ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি। দীর্ঘদিন গোপনে প্রেম করার পর অবশেষে গত বছরের ৬ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন এই জুটি।
এবার বক্স অফিসে প্রতিযোগিতায় নেমেছেন এ তারকা দম্পত্তি। আর সামান্থা-চৈতন্যর মুখোমুখি লড়াই বেশ কৌতুহল সৃষ্টি করেছে ভক্তদের মনে। দুজনের চলচ্চিত্র একই সপ্তাহে মুক্তি পেতে যাওয়ায় সামান্থা ও চৈতন্য একে অপরের প্রতিদ্বন্দ্বী।
যদিও গুঞ্জন ছিল যে, স্বামীর সঙ্গে বক্স অফিসে লড়াই এড়াতে সামান্থা তার চলচ্চিত্রের মুক্তির তারিখ কিছুদিন পেছাবেন। কিন্তু এখন তা আর মনে হচ্ছে না।
জানা যায়, ‘একই দিনে মুক্তির সংঘর্ষ এড়াতে চৈতন্যর সিনেমাটি সামান্থার সিনেমার একদিন আগে মুক্তি পাবে। ১২ সেপ্টেম্বর বক্স অফিসে মুক্তি পাবে চৈতন্যর সাইলাজা রেড্ডি আলুড়ু সিনেমাটি। আর ১৩ সেপ্টেম্বর মুক্তি পাবে সামান্থার ইউ-টার্ন সিনেমাটি। তবে একই সপ্তাহে মুক্তি পেতে যাওয়ায় এখন দেখার অপেক্ষা স্বামী নাকি স্ত্রী, কার সিনেমা রাজত্ব করবে বক্স অফিসে।
এদিকে আরেকটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সাইলাজা রেড্ডি আলুড়ু সিনেমাটি মুক্তির তারিখ নির্ধারিত ছিল ৩১ আগস্ট। কিন্তু তা পেছানো হয়েছে সামান্থার কারণে। চৈতন্যর ক্যারিয়ার নিয়ে বেশ সচেতন সামান্থা। সাইলাজা রেড্ডি আলুড়ু সিনেমাটিতে কিছু পরিবর্তন আনার পরামর্শ দিয়েছেন তিনি। আর সেই পরিবর্তন আনার জন্যই পেছানো হয়েছে মু্ক্তির তারিখ।
চৈতন্যর ক্যারিয়ারে এখন একটি ব্লকবাস্টার সিনেমার প্রয়োজন, যা তাকে শীর্ষ অভিনেতাদের কাতারে নিয়ে যাবে। বেশ কয়েকবছর ধরে এই অভিনেতার কোনো ব্লকবাস্টার সিনেমা নেই। সামান্থার পরামর্শ মোতাবেক সাইলাজা রেড্ডি আলুড়ু সিনেমায় বেশ কিছু নতুনত্ব যোগ করার জন্য মুক্তির তারিখ পেছানো হয়েছে। যদিও এর ফলে একই সপ্তাহে দুজনের সিনেমা মুক্তি পেতে যাওয়ায় বক্স অফিসে লড়াইও করতে হবে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান