উত্তরসূরি রয়েছেন অনেকেই। রজনীকান্ত, কমল হাসানের মত বড় মাপের অভিনেতা ভারতের রাজনীতির ময়দানে নেমে পড়েছেন। তাদের মত বলিউড বাদশা শাহরুখ খানও কী রাজনীতিতে নামার কথা ভাবছেন? এই প্রশ্নের উত্তরে কিং খানের জবাব ছিল এককথায়।
বলিউড বাদশা বলেন, "না, আমি রাজনীতির জন্য নই। দেশবাসীর বিনোদন করে দেশসেবা করতে পারি এর বেশি কিছু করতে পারি না।" ৫২ বছরের এই অভিনেতার দাবি, তিনি কিছুতেই রাজনীতিতে যোগ দিতে চান না। কারণ রাজনীতি করতে গেলে একজন দক্ষ ব্যক্তি হতে হয়।নিজেকে উৎসর্গ করতে হয় মানুষের সেবায়। সেটা তাঁর পক্ষে একেবারেই সম্ভব নয়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখ বলেন, রজনীকান্ত, কমল হাসান অনেক বেশি মানুষের কাছে জনপ্রিয়। তারাও সেকারণে মানুষের কাছের হয়ে গেছে। তাদের জন্য কাজ করতে চাইছেন। এই কারণই তাদের রাজনীতিতে নিয়ে গেছে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর