অমিতাভ বচ্চন, ক্যাটরিনা কাইফ, ফাতিমা সানা শেখের পর এবার ‘থাগস অব হিন্দুস্তান’ ছবিতে প্রকাশ্যে এল আমির খানের লুক।
সোমবারই আমিরের এই নতুন রূপ সামনে আসে। ছবির নতুন এই পোস্টারে দেখা গিয়েছে, সমুদ্রের মধ্যে একটি জাহাজ, পরে যা ছোট হতে হতে একটি পানীয়ের বোতলের লেবেলের মধ্যে চলে যায়। সেই বোতলটি নিয়ে ঘোড়ার ওপর বসে রয়েছেন আমির খান।
‘থাগস অব হিন্দুস্তানে’ আমিরের চরিত্রের নাম ফিরাঙ্গি। মাত্র কয়েক সেকেন্ডের ভিডিওতে ফিরাঙ্গিকে আমরা দেখতে পাই। একজন জলদস্যুর যে রকম পোশাক হওয়া উচিত, ঠিক সেরকমই পোশাক পরেছিলেন আমির খান।
বেশ কয়েক বছর ধরে আমির খানকে নতুন নতুন চরিত্রে অভিনয় করতে দেখছেন দর্শক। এই ছবিতেও আমিরের চরিত্রটি খুবই রঙিন। তাঁর চরিত্রের সঙ্গে মিল খুঁজে পাওয়া যাবে ‘দ্য পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান ফ্রাঞ্চিস’–এর জ্যাক স্প্যারোর চরিত্রের সঙ্গে।
ওয়াইআরএফ ফিল্মসের নিজস্ব টুইটারে এই পোস্টার দিয়ে বলা হয়েছে ‘আপনারা কখনই এরকম একটা থাগের সঙ্গে দেখা করবেন তা ভাবতেই পারেননি।’ বিজয় কৃষ্ণ আচার্য পরিচালিত ‘থাগস অব হিন্দুস্তান’ মুক্তি পাচ্ছে এ বছরের ৮ নভেম্বর।
বিডি-প্রতিদিন/ ই-জাহান