'ঠগস অব হিন্দোস্তান' আমির খানের চরিত্রটি কেমন দেখতে এই নিয়ে কাটা ছেঁড়া করতে করতে বেশ চর্চিতই করে তুলেছেন এই সিনেমাকে, সঙ্গে আমিরের এই নতুন অবতারকেও। সিনেমায় 'ফিরঙ্গি' ভূমিকায় দেখা যাবে আমিরকে। অনেকেই এই সিনেমার সঙ্গে জনি ডেপের জ্যাক স্প্যারো ভূমিকায় অভিনীত 'পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানে'র মিল পেয়েছেন।
টুইটার এখন, 'দেশি জ্যাক স্প্যারো' নাম দিয়েছে আমির খানের। এই হলেন দেশি জ্যাক স্প্যারো আমির খান'- টুইটারে লিখেছেন একজন। একজন আবার লিখেছেন, গরীবের জ্যাক স্প্যারো।
তবে, প্রায় সবাই আমিরের ফিরঙ্গি লুকের সঙ্গে জ্যাক স্প্যারোর মিল পেয়েছেন। টুইটারের এক অংশ একেবারেই পছন্দ করেনি এই লুক। 'একটি শিশুও আমিরের ঠগস অব হিন্দোস্তানের চেহারার সঙ্গে এবং জ্যাক স্প্যারোর মিল পাবে। সব হুজুগ শেষ। আবার একটি 'অনুপ্রাণিত' সিনেমা দেখতে হবে, লিখেছেন এক টুইটার ব্যবহারকারী।
বিডি প্রতিদিন/২৬ সেপ্টেম্বর ২০১৮/আরাফাত