জিসিরিজ-অগ্নিবীণার ব্যানারে ‘বুকটা করে চিন চিন’ শিরোনামে গান করেছে সংগীত শিল্পী খালেদ মুন্না। গানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন ইমরান ও অনামিকা। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন ইমরান খান।
গানটি লিখেছেন সজীব শাহরিয়ার। সুর করেছেন আর আজিজ টিটু। আর সংগীত পরিচালনা করেছেন সুমন কল্যাণ। মিউজিক ভিডিওটি অগ্নিবীণার ইউটিউব চ্যনেলে এ রিলিজ হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল