বলিউডের মডেল ও অভিনেত্রী পুনম পান্ডে ফের বিতর্কিত ভিডিও পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। একদিনেই ভিডিওটি দেখা হয়েছে প্রায় সাড়ে নয় লাখ বার। ভিডিওটির জন্য সমালোচনাও হচ্ছে তাকে নিয়ে।
ভিডিওটিতে আবেদনময় ভঙ্গিতে মিল্কশেক বানাতে দেখা গেছে তাকে। প্রসঙ্গত, সামাজিক মাধ্যমে দর্শকদের জন্য ছবি কিংবা ভিডিও দিতে কার্পণ্য করেন না পুনম। উষ্ণতার মধ্যেও আবছা শালীনতা রাখেন। বাকিটা অনুরাগীদের কল্পনার উপর ছেড়ে দেন। ভিডিওটি দেওয়ার পাশাপাশি পুনম বুঝিয়ে দেন, এটা ট্রেলার মাত্র।
আরও ভিডিও রয়েছে পুনম পাণ্ডে অ্যাপে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে পুনমের এই মিল্কশেক তৈরির ভিডিও।
বিডি প্রতিদিন/ফারজানা