বলিউড অভিনেত্রী সানি লিওনের একটি স্বভাব নিয়ে তার সহকর্মীরা খুব বিরক্ত। এমনকি তিনি নিজেও। তারপরও সেই স্বভাবটা পরিত্যাগ করতে পারছেন না সাবেক এই পর্নস্টার।
ভারতীয় গণমাধ্যম বলছে, সানির পরিবারের কথা সবারই জানা। কিন্তু সানি তার জীবনে একটা কাজ করার সময় কাউকেই পরোয়া করেন না। সানির এই স্বভাবের কথা সামনে আসে 'জিসম ২'-এর শুটিং-এর সময়। সানির সেই স্বভাবের কারণে আটকে গিয়েছিল শুটিংও।
আসল ঘটনা হলো সানি বার বার পা ধুতে থাকেন। সবাই যেমন বারবার হাত ধৌত করেন, ঠিক তেমনি সানি পা ধুতে থাকেন। তাঁর এই স্বভাবের জন্য নাকি সানি নিজেও খুব বিরক্ত। এবং মিনিট ১৫ শুটিং করার পরই চলে যান পা ধুতে। যা নিয়ে সবাই বিরক্ত হলেও সানি নিজেকে আটকাতে পারেন না।
বিডি-প্রতিদিন/০৫ মার্চ, ২০১৯/মাহবুব