ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি নাকি বিয়ের সময় ভুয়া নাম ব্যবহার করেছিলেন। আর এ তথ্য এতদিন পর প্রকাশ্যে ঘোষণা করলেন আনুশকা শর্মা।
২০১৭ সালের ডিসেম্বরে ইতালিতে বিরাট-অনুশকার বিয়ে ছিল চর্চার বিষয়। স্বপ্নের সে বিয়ের অনুষ্ঠান নিয়ে মিডিয়ার যেমন উৎসাহ ছিল, তেমনই সাধারণ দর্শকও প্রিয় তারকাদের বিয়ের খবর জানতে আগ্রহী ছিলেন। সে সময়ই নাকি নিজের নাম বদলে ফেলেছিলেন বিরাট।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুশকা জানিয়েছেন, নিজেদের বিয়ের খবর গোপন রাখতে চেয়েছিলেন তাঁরা। সে কারণে ভুয়া নাম, ভুয়া পরিচিতি ব্যবহার করেছিলেন। কেটারিং, বিয়ের ভেনু বুক করার সময় নিজের নাম ‘রাহুল’ বলেছিলেন বিরাট। পরিবার এবং ঘনিষ্ঠ কিছু বন্ধু ছাড়া কাউকে জানতে দেননি ইতালিতে তাদের বিয়ে হতে চলেছে। নিরাপত্তার খাতিরেই এই পদক্ষেপ করেছিলেন বলে জানিয়েছেন অনুশকা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ