আগামী মাসেই বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন অর্জুন কাপুর ও মালাইকা অরোরা। বি-টাউনে তাদের দীর্ঘদিনের প্রেমের গুঞ্জনকেই এবার সত্যি করতে চলেছেন তারা। তবে শোনা যাচ্ছে, অর্জুন কাপুরের চাচাতো বোন সোনম কাপুর নাকি ভাই অর্জুনের সঙ্গে মালাইকার সম্পর্কে বিশেষ খুশি নন।
কারণটা কী জানেন?
ঘটনাটা অবশ্য বহু পুরনো। ২০১৬ সালে মনীশ মালহোত্রার জন্মদিন পার্টিতে সোনম কাপুর, মালাইকা অরোরা দুজনেই আমন্ত্রিত ছিলেন। সেখানে অরিরিক্ত মদ্যপান করে বেসামাল হয়ে পড়েন মালাইকা। সে সময় সোনমই মালাইকাকে সাহায্য করতে এগিয়ে আসেন। তবে সেদিন সোনমের সাহায্য মালাইকা নেননি, উপরন্তু সকলের সামনে তার সঙ্গে খারাপ ব্যবহার করেন। সেই ঘটনায় ভীষণই দুঃখ পান সোনম।
শোনা যায়, ওই ঘটনার পর থেকেই সোনম অর্জুনের সঙ্গে মালাইকার সম্পর্ক নিয়ে নাকি বিশেষ খুশি ছিলেন না। এমনকি ওই ঘটনার পর থেকে মালাইকার সঙ্গে কথাও বলা বন্ধ করে দেন সোনম।
তবে অবশ্য সোনম কেন, ১২ বছরের বড় মালাইকার সঙ্গে অর্জুনের সম্পর্ক নিয়ে বনি কাপুর, অনিল কাপুরের পরিবারের কেউই প্রথমে খুশি ছিলেন না। পরে ধীরে ধীরে সকলেই মালাইকাকে মেনে নেন। তবে সোনম এখনও সেভাবে মালাইকার সঙ্গে কথা বলেন না। তবে পরিবারের সকলে যদি মালাইকা-অর্জুনের বিয়েতে উপস্থিত থাকেন, তাহলে সোনম কাপুরও সেখানে থাকবেন বলেই জানা যাচ্ছে।
বিডি প্রতিদিন/কালাম