পুলওয়ামার জঙ্গি হামলার ঘটনায় ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই উত্তেজনার পারদ আরও বাড়িয়েছে ভারতের এয়ার স্ট্রাইক। ফলে প্রতিবেশী এই দুই দেশের মধ্যে যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়। পিছিয়ে নেই চলচ্চিত্র অঙ্গনের তারকারাও।
এয়ারস্ট্রাইক হামলা চালানোর জন্য ভারতের বিমান বাহিনীর প্রশংসা করেছেন বলিউডের প্রিয়াঙ্কা চোপড়া। ভারতীয় বিমান বাহিনীকে অভিনন্দন জানিয়ে জয় হিন্দ লেখেন তিনি। তবে পাকিস্তান এই বিষয়টিকে ভালো চোখে দেখেনি।
পাকিস্তান অনলাইনের মাধ্যমে ইউনিসেফের শুভেচ্ছাদূত পদ থেকে প্রিয়াঙ্কা চোপড়াকে সরানোর দাবি তুলেছে পাকিস্তান। পাকিস্তান লিখেছে, ইউনিসেফের ব্র্যান্ড আ্যাম্বাসেডর হয়ে প্রিয়াঙ্কা কি ভাবে ভারতীয় সেনার পক্ষ নিয়ে সোশাল মিডিয়াতে টুইট করতে পারে। একজন ইউনিসেফের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে প্রিয়াঙ্কা এই কাজ করতে পারে না। তাই প্রিয়াঙ্কা এই পদের যোগ্য নয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম