ছোট পর্দার এ সময়ের জনপ্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবিন। একুশে ফেব্রুয়ারির বিশেষ একটি নাটকে অভিনয় করেছেন এই জুটি। নাটকের নাম 'যে গল্পটা বলা হয়নি'।
সারওয়ার রেজা জিমির রচনায় নাটকটি পরিচালনা করেছেন তুহিন হোসেন। ২১ শে ফেব্রুয়ারি রাতে বাংলাভিশনে নাটকটি প্রচার হয়। তবে চকবাজার ট্টাজেডির কারণে এটি ইউটিউবে আসে ২৩ তারিখ বিকালে।
নির্মাতা তুহিন হোসেন জানান, আমার শুরু একুশে ফেব্রুয়ারি দিয়ে, এ নিয়ে ৭ বার একুশে ফেব্রুয়ারির গল্প করলাম। এই ভিউয়ের যুগে ১ সপ্তাহে ১ মিলিয়ন ভিউ হয়তো স্বাভাবিক ঘটনা। কিন্তু আমার লাগার বিষয় ২১ ফেব্রুয়ারির গল্প ১ সপ্তাহে ১ মিলিয়ন দর্শক দেখেছে।
'একটি রেডিও স্টেশন ও একজন আরজে কে নিয়ে ভাষার মাসের গল্প এটি। এই নাটকটিতে একটি রবীন্দ্র সংগীত রয়েছে, যেটি গেয়েছেন সনম সিদ্দিকী শিতি।'
আফরান নিশো বলেন, একজন আরজে কে দিয়ে ভাষা আন্দোলনের কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করা হয়েছে এ নাটকে। আশা করছি, দর্শকদের ভালো লেগেছে।
অন্যদিকে মেহজাবিন বলেন, ‘ভালো গল্পের ও নির্মাণের একটি নাটক। নাটকটি দর্শকদের ভালো লাগবে আমার বিশ্বাস।'
বিডি প্রতিদিন/০৬ মার্চ ২০১৯/আরাফাত