নারী দিবসে প্রচারিত হবে প্রীতি দত্ত নির্মিত টেলিফিল্ম ‘আমাদের হেলেন’। একজন নারীর এই সময়ের সংকট ও সংগ্রামের গল্পই তিনি তুলে ধরেছেন ‘আমাদের হেলেন’ এ। নির্মাতা জানান, অন্যভাবে বললে, গর্ভপাতকে নিরুৎসাহিত করতেই এমন একটি গল্প বলা।
টেলিফিল্মটির গল্পে দেখা যাবে, মডেলিংয়ের জন্য ঢাকায় আসে হেলেন। ঘটনাচক্রে পরিচয় এবং পরবর্তীতে সম্পর্ক তৈরী হয় ম্যাক (মাকসুদ) নামের এক তরুণের সাথে। বিয়ের পর একসময় সন্তানসম্ভবা হয় হেলেন। কিন্তু তারা তখনও ক্যারিয়ার প্রতিষ্ঠায় মগ্ন। বিশেষ করে মাকসুদ। সে চায় না অপ্রত্যাশিত বাচ্চা হোক তাদের। গর্ভপাত করতে বলে হেলেনকে। কিন্তু হেলেন এটা করতে চায় না। বাদানুবাদ বাদে হেলেন ও ম্যাকের মধ্যে। নাছোড়বান্দা হেলেন। এমন পরিস্থিতিতে বাসা ছেড়ে চলে যায় ম্যাক। এদিকে অনাগত সন্তানের ভবিষ্যৎ আর বিনির্মাণের স্বপ্ন দেখে হেলেন।
নিজের মধ্যে ধারণ করা অনাগত সন্তানকে পৃথিবীর আলো দেখাতে বদ্ধপরিকর হেলেনের চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী তিশাকে। ৮ মার্চ নারী দিবসে চ্যানেল আইয়ে দুপুর ৩টা ৫মিনিটে দেখানো হবে প্রীতি দত্তের রচনা ও পরিচালনায় টেলিফিল্মটি। এতে আরও অভিনয় করেছেন শিপন মিত্র, মিলি বাশার, শরমিশঠা, সিনথিয়া ইয়াসমিন, মুনতাহা, নিকুল কুমার মণ্ডল প্রমুখ। টেলিফিল্মটির চিত্রগ্রহণে ছিলেন বিশ্বজিৎ দত্ত।
বিডি প্রতিদিন/ফারজানা