শোনা যাচ্ছিল এই বছরেই চার হাত এক হতে চলেছে বলিউডের এই মুহূর্তের সবচেয়ে চর্চিত তারকাজুটি রণবীর কাপুর এবং আলিয়া ভাটের। এরই মধ্যে সামনে এল আরও এক তারকার বিয়ের খবর।
বহুদিন ধরে ভালোবাসার জোয়ারে ভেসেছেন বরুণ ধাওয়ান এবং নাতাশা দালাল। এবার সেই সম্পর্ককে আরও একধাপ এগোতে প্রস্তুত তারা দু’জনেই।
সূত্রের খবর, ২০১৯ সালের ডিসেম্বর মাসেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন বরুণ-নাতাশা। তারা যে খুব তাড়াতাড়িই বিয়ে করতে চলেছেন সে খবর অবশ্য প্রথম বরুণই শেয়ার করেছিলেন কফি উইথ করণ-এর সেটে।
বর্তমানে বরুণ চূড়ান্ত ব্যস্ত তার আগামী ছবি ‘কলঙ্ক’ এর প্রমোশন নিয়ে। আগামী ১৯ এপ্রিল মুক্তি পেতে চলেছে অভিষেক বর্মনের ছবি কলঙ্ক।
বিডি প্রতিদিন/কালাম