সেন্সর বোর্ডে জমা পড়েছে শামীম আহমেদ রনি পরিচালিত ছবি ‘শাহেনশাহ’। ১২ মার্চ ছবিটি সেন্সরে প্রদর্শিত হবে। চলচ্চিত্র সেন্সর বোর্ডের সচিব মোহাম্মদ আলী সরকার গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।
শাপলা মিডিয়া প্রযোজিত ‘শাহেনশাহ’ ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, নুসরাত ফারিয়া ও নবাগত রোদেলা জান্নাত। এরইমধ্যে চলচ্চিত্রপ্রেমীদের কাছে প্রশংসিত হয়েছে ছবির টিজার ও একটি গান।
‘শাহেনশাহ’ ছবিটির ডিজিটাল কনটেন্ট পার্টনার লাইভ টেকনোলজিস। সবকিছু ঠিক থাকলে আগামী ২২ মার্চ দেশব্যাপী ‘শাহেনশাহ’ মুক্তি পাবে।
বিডি প্রতিদিন/ফারজানা