চ্যালেঞ্জিং চরিত্রে তার জুড়ি মেলা ভার। সবসময় ঝুঁকি নিতেই ভালোবাসেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। এবারও তার ব্যতিক্রম হয়নি। ফের বিপজ্জনক দৃশ্যের শুটিং করেছেন তিনি। আর একথাই নিজের স্ত্রী টুইঙ্কেল খান্নাকে বলতে নিষেধ করেছেন অক্ষয়।
ভারতের গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, গতকাল শনিবার নিজের বিপজ্জনক শুটিংয়ের কয়েক ঝলক শেয়ার করেছেন অক্ষয়। সেখানে তিনি লিখেছেন, ‘আমার বউকে বলো না।’ অক্ষয় জানান, দৃশ্যটি ‘খতরো কি খিলাড়ির’ জন্য শুটিং করা হয়েছে।
এর আগে অক্ষয়ের স্টান্টে দেখে টুইঙ্কেল লিখেছিলেন, ‘সর্বনাশ! এভাবে তুমি আগুনে ঝাঁপ দিচ্ছো। যদি ওখানে বেঁচেও যাও, একবার বাড়ি এসো আমিই তোমায় খুন করবো।’
এর আগে প্রথম ওয়েব সিরিজ ‘দ্য এন্ড'-এর ঘোষণা দিয়েছিলেন অক্ষয়। নিজের পরের কাজ নিয়ে এই অভিনেতা বলেন, ‘আমার ডিজিটাল জগত খুব ভালো লাগে। আমার ছেলে আরভই আমায় বলেছিল, এখনকার প্রজন্ম ডিজিটালে বিশ্বাসী, তাই আমার এখানে পা রাখা উচিত। আমি চাই এখানে এমন কিছু করতে যাতে তাদের সঙ্গে কানেক্ট করতে পারি।’
আগামী ২১ মার্চ মুক্তি পাচ্ছে অক্ষয়ের ‘কেশরী'। এর পরে আসছে গুড নিউজ, মিশন মঙ্গল ও সূর্যবংশী।
বিডি প্রতিদিন/১০ মার্চ ২০১৯/আরাফাত