বছর শুরু হতে না হতেই ভক্তদের সুখবর দেয়া শুরু করেছেন হলিউড তারকারা। গত মাসে বাগদান সেরেছেন অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স। এবার বাগদানের খবর দিলেন জেনিফার লোপেজ।
জেনিফার দুই বছর ধরে প্রেম করছেন বাস্কেটবল তারকা আলেক্সান্ডার রদ্রিগুয়েজের সঙ্গে। বর্তমানের প্রেমিকের সঙ্গে বাহামায় ছুটি কাটাচ্ছেন লোপেজ। ধারণা করা হচ্ছে, সেখানেই প্রেমিক তার হাতে বিশালাকার হীরের আংটি পরিয়ে বিয়ের প্রস্তাব দেন। জেনিফার ইন্সটাগ্রামে আংটি পরা হাতের ছবিও প্রকাশ করেছেন।
এর আগে তিনবার বিয়ের পিঁড়িয়ে বসেছিলেন জেনিফার। সর্বশেষ ২০১৪ সালে গায়ক মার্ক অ্যান্থনি ডিভোর্স দেন জেনিফার। আর রদ্রিগুয়েজের এটি দ্বিতীয় বিয়ে। স্ত্রীর সঙ্গে ২০০৮ সালে ছাড়াছাড়ি হয় তার। সূত্র: কসমোপলিটান
বিডি প্রতিদিন/ফারজানা