অঞ্জন দত্তের বিখ্যাত গান 'বেলা বোস' নিয়ে হাজির হচ্ছেন সবুজ আহমেদ। গানটির পুনরায় সঙ্গীতায়োজন করছেন নতুন প্রজম্মের সঙ্গীত পরিচালক সালেহ আহমেদ সামি।
অঞ্জন দত্তের 'বেলা বোস' গানটি প্রকাশিত হয়েছিলো ১৯৯৮ সালে তারপর থেকে অনেকেই একের পর এ গানটি কাভার করেছেন।
গানটি সম্পর্কে শিল্পী সবুজ আহমেদ বলেন, ছোটবেলা থেকেই গানটি অনেকভাবে অনেকের মুখে শুনে এসেছি। নতুন ভাবে গানটি করার চিন্তা হঠাৎ করেই মাথায় আসে। খুব শীঘ্রই গানটি আপনাদের মাঝে পৌঁছে দিবো। নতুন সঙ্গীতায়োজনে দেশীয় বাদ্যযন্ত্রের প্রভাব গানটিকে নতুন স্বাদ দিয়েছে বলে আমি মনে করি। আশা করি, শ্রোতা ও দর্শকরাও আমার সাথে একমত প্রকাশ করবেন গানটি শোনার পর।
শিল্পী আরও বলেন, অঞ্জন দত্তের 'বেলা বোস' কাভার গানটি নিজের ফেসুবক ও ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হবে খুব শীঘ্রই।
বিডি প্রতিদিন/ফারজানা