আরবাজ খানের আসন্ন ওয়েব শো 'পিঞ্চে' অংশ নিয়েছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। এই অনুষ্ঠানটিতে তারকারা তাদের সোশ্যাল মিডিয়া এবং ট্রোলিং সম্পর্কে কথা বলবেন। কারিনা সবসময়ই তার পোশাক নির্বাচন বা নানা দৃশ্যে তার অভিনয় নিয়ে ট্রোলিং'র মুখে পড়েন।
সম্প্রতি এমনই একটি ট্রোলিং পোস্টে এক নেটিজেন তার মন্তব্যে ‘আন্টি’ বলেন এই অভিনেত্রীকে। আর তাতেই বেজায় চটেছেন এক সন্তানের মা কারিনা। ওই নেটিজেন লিখেছেন, ‘আপনি এখন আন্টি হয়ে গেছেন, বাচ্চা মেয়ের মতো কাজ করবেন না।’
আরবাজ খানের শোয়ের ভিডিওতে দেখা যাচ্ছে, প্রথমে কারিনা এই মন্তব্য পড়ার পরে খানিকক্ষণ হাসেন, কিন্তু তারপর ৩৮ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘লোকেরা মনে করেন যে তারকাদের কোন আবেগ বা অনুভূতি নেই। সাধারণ মানুষ তারকাদের অনুভূতির বিষয়ে অজ্ঞ। যেন সেলিব্রিটি, অভিনেতা, অভিনেত্রীদের কোন অনুভূতি থাকতে নেই। আমাদের কেবল সবকিছুই মেনে নিতে হবে।’
করণ জোহর, সোনম কাপুর, সোনাক্ষী সিনহা, নওয়াজউদ্দীন সিদ্দিকী, কপিল শর্মা এবং অন্যান্য তারকাদের এই শোয়ে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তারা সবাই তাদের ছবি বা ভিডিওর নানা ট্রোলিং মন্তব্য পড়ে নিজেদের প্রতিক্রিয়া দিয়েছেন। সাম্প্রতিক অতীতেও কারিনার বেশ কয়েকটি ছবিতে তাকে বাজেভাবে ট্রোলড করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর