কলকাতার রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’তে জনপ্রিয় সঙ্গীতশিল্পী অনুপম রায়ের সঙ্গে পরিচয় হয়েছিল বাংলাদেশি প্রতিযোগী নোবেলের। এবার অনুপমের কথায়-সুরে কণ্ঠ দিয়েছেন নোবেল। গানটি ব্যবহার করা হবে কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের ‘ভিঞ্চিদা’ ছবিতে। সম্প্রতি গানের রেকর্ডিং শেষ করলেন তারা।
ফেসবুকে নোবেল লিখেছেন, অতঃপর শেষ হল গানটির রেকর্ডিং। আগামী ৩১ মার্চ প্রকাশিত হচ্ছে গানটি। আমার জীবনের প্রথম প্লেব্যাক, গানের নাম - তোমার মনের ভেতর! সুর এবং কথা - অনুপম রায়! টলিউডের সবচেয়ে বড় প্রোডাকশন - শ্রী ভেঙ্কটেশ ফিল্মস-এর ব্যানারে, সৃজিত মুখার্জির পরিচালনায় এ বছরের সবচেয়ে থ্রিলিং “ভিঞ্চি দা” সিনেমার একটি অন্যতম গান হতে যাচ্ছে এটি!
অনুপম বলেন, আমি ‘সা রে গা মা পা’-এ এক বার পারফর্ম করতে গিয়েছিলাম। তখনই নোবেলের সঙ্গে আমার আলাপ হয়। কথা বলে ছেলেটিকে বেশ ভাল লাগে। আর গানটা তো ও ভালই গায়। ইউটিউবেও ওর কিছু গান শুনেছি আমি। সেগুলোও বেশ ভাল। আমি তো সব সময়েই নতুন গলার খোঁজে থাকি। তাই মনে হয়েছিল, নোবেলকে একটা সুযোগ দেওয়া যেতে পারে।
অনুপম আরও বলেন, ছবিটা যেহেতু থ্রিলার, তাই এই গানটায় একটা রকের মেজাজ রয়েছে, তার সঙ্গে গানটি ‘এজি’ও।
বিডি প্রতিদিন/ফারজানা