এ বছরের শুরুতে ‘তুমি যদি বলো’ দিয়ে গানে ফিরেছেন গিটারিস্ট সাব্বির নাসির। সুরকার মুনতাসির তুষারের সুর করা গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছিলেন নাসরিন নাসা।
ফাগুন উপলক্ষে সুরকার মুনতাসির তুষারের সুরে সাব্বির নাসির এবং নাসরিন নাসার দ্বৈতকণ্ঠে গাওয়া আরেকটি গান প্রকাশিত হতে যাচ্ছে। গানটির শিরোনাম 'ফাগুন আসছে'।
সালহা খানম নাদিয়া এবং আশফাক রাণা
পরিচালক এস এম ফজলে রাব্বি এবং সিনেমাটোগ্রাফার রাজু রাজের হাতে তৈরি হলো গানটির ভিডিও। ভিডিওটিতে অভিনয় করেছেন সালহা খানম নাদিয়া এবং আশফাক রাণা। চলতি সপ্তাহেই গানচিল এর ব্যানারে রিলিজ হতে যাচ্ছে গানটি।
বিডি প্রতিদিন/ফারজানা