কিংবদন্তী সংগীতশিল্পী শাহনাজ রহমত উল্লাহর জানাজা আজ বাদ জোহর রাজধানীর বারিধারার একটি মসজিদে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে তাকে বনানীর সামরিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।
এর আগে শনিবার দিবাগত রাত ১২টার দিকে হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শাহনাজ রহমত উল্লাহ।
১৯৫২ সালের ২ জানুয়ারি তার জন্ম। দেশাত্মবোধক গান গেয়ে তিনি জনপ্রিয়তা অর্জন করেন। তার উল্লেখযোগ্য গান- ‘এক নদী রক্ত পেরিয়ে, ‘একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়ে’, ‘একতারা তুই দেশের কথা বলরে এবার বল’, ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’, ‘আমায় যদি প্রশ্ন করে’ ও ‘যে ছিল দৃষ্টির সীমানায়’।
বিডি প্রতিদিন/হিমেল