সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চিত বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। মাঝে মাঝেই জীবনে কী চলছে, তার ঝলক শেয়ার করেন এই অভিনেত্রী।
এতদিন বন্ধুবান্ধব, শুটিং দৃশ্য কিংবা প্রিয় বিড়ালের ছবি পোস্ট করে নজর কেড়েছেন নায়িকা। সম্প্রতি আলিয়া তার ওয়ার্ক আউট সেশনের একটি ছবি ইসন্টাগ্রামে পোস্ট করেছেন। সেই ছবিতে বন্ধু আকাঙ্খা রঞ্জন কাপুরের সঙ্গে শূন্যে যোগাভ্যাস করতে দেখা যাচ্ছে তাকে। ছাদ থেকে বাঁধা একটি কাপড়ের লম্বা টুকরোতে ঝুলন্ত অবস্থায় তাদের যোগ করতে দেখা যাচ্ছে।
মজার ব্যাপার হচ্ছে, আলিয়ার এই ছবিটি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন মালাইকা আরোরা। ক্যাপশনে লিখেছেন, ফ্লাইং ডিভাস আলিয়া। আলিয়া-আকাঙ্খা শূন্যে যোগাভ্যাস করছেন।
এদিকে, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের পর থেকে চারদিকে শুধু আলিয়া ভাটেরই নাম। কারণ শুধু পুরস্কারই পাওয়াই নয়, ফিল্ম ফেয়ারের মঞ্চে রণবীরের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খোলার পরে আলিয়া ভাটকে ট্রোলিং তালিকায় দেখা গেছে। ভক্তরা সকলেই জানতে চান, আলিয়া এবং রণবীর কাপুরের ভবিষ্যৎ পরিকল্পনা কী?
বিডি প্রতিদিন/এ মজুমদার