সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের এয়ার অ্যাম্বুলেন্সে ত্রুটি ধরা পড়ায় যাত্রা বাতিল করে সুবীর নন্দীকে আবার রাজধানীর ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) নিয়ে আসা হয়েছে। গতকাল সোমবার রাত ১১টায় সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার কথা ছিল একুশে পদকজয়ী এ সঙ্গীতশিল্পীকে।
সোমবার বিকেলে সিঙ্গাপুর থেকে অ্যাম্বুলেন্স আসার কথা থাকলেও সেটি পৌঁছায় রাত ৮টার পর। সুবীর নন্দীকে নিয়ে যেতে সিঙ্গাপুর থেকে একজন চিকিৎসক ও একজন নার্সও এসেছেন।
এর আগে ডা. সামন্ত লাল সেন রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে সুবীর নন্দীর শারীরিক অবস্থার কথা অবহিত করেন। সে সময় সুবীর নন্দীকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিতে প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
পরে ওই হাসপাতালে যোগাযোগ করে সুবীর নন্দীকে সিঙ্গাপুরে নেয়ার প্রস্তুতি সম্পন্ন হয়। সুবীর নন্দীর সঙ্গে যাবেন তার মেয়ে ফাল্গুনি নন্দী।
বিডি প্রতিদিন/ফারজানা