পরিচালক বিরসা দাশগুপ্তের 'বিবাহ অভিযান' ছবির শুটিংয়ে দৌড়াতে গিয়ে পড়ে পায়ের হাড় ভেঙে গেছে ওপার বাংলা অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের। পা ভাঙার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেই একথা জানিয়েছেন নায়িকা।
এ বিষয়ে প্রিয়াঙ্কা জানান, 'দৌড়াতে গিয়ে হঠাৎ করেই পরে যাই, তারপরেই এই কাণ্ড। এক্স-রে করে জানা যায় পায়ের হাড় ভেঙেছে। চিকিৎসকরা আপাতত বিশ্রামে থাকতে বলেছেন। সম্পূর্ণ সুস্থ হতে এখনও এক থেকে দেড় মাস সময় লাগবে। তবে বিবাহ অভিযানের শ্যুটিং শেষ হয়ে গেছে এই যা বাঁচা'।
এদিকে, প্রিয়াঙ্কা সরকারের পা ভাঙার খবরে উদ্বিগ্ন তার ভক্তরা। অনেকেই অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করে পোস্ট দিয়েছেন।
প্রসঙ্গত, শ্রীকান্ত মেহেতা ও মহেন্দ্র সোনি প্রযোজিত বিবাহ অভিযান ছবিতে প্রিয়াঙ্কা সরকার ছাড়াও দেখা যাবে রুদ্রনীল ঘোষ-সোহিনী সরকার, অঙ্কুশ হাজরা-নুসরাত ফারিয়া, অনির্বাণ ভট্টাচার্যের মতো অভিনেতাকে।
বিডি-প্রতিদিন/০৮ মে, ২০১৯/মাহবুব